Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ এ ০৬:১০ AM

মন্দির

কন্টেন্ট: পাতা

মন্দির হল হিন্দুদের দেব-উপাসনার স্থান। 'মন্দির' বা 'দেবালয়' বলতে বোঝায় 'দেবতার গৃহ'। মানুষ ও দেবতাকে একত্রে নিয়ে আসার জন্য হিন্দুধর্মের আদর্শ ও ধর্মবিশ্বাস-সংক্রান্ত প্রতীকগুলির দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত ভবন বা স্থানকেই 'মন্দির' বলা হয়। জর্জ মিশেলের মতে, হিন্দু মন্দির এমন একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে মায়ার জগৎ থেকে মানুষ তীর্থযাত্রী বা পূণ্যার্থীর বেশে জ্ঞান ও সত্যের জগতের সন্ধানে আসেন।

১। ঈশ্বরগঞ্জ কালী মন্দির

২। ধামদী দূর্গা মন্দির

৩। সুটিয়া নাথ বাড়ী মন্দির

৬নং মাইজবাগ ইউনিয়নের মন্দির/আশ্রমের তালিকা

১। কালি মন্দির মদকবাড়ী, বড়জোড়া

২। কালিমন্দির ও দূর্গা মন্দির, হারুয়া

৩। শিব মন্দির মদকবাড়ী, বড়জোড়া

৪। বড়জোড়া দূর্গা মন্দির

৫। হারম্নয়া গোসাইবাড়ী মঠ।

৬। দত্তগ্রাম হিন্দু বাড়ী মন্দির

৭। দত্তগ্রাম শিব মন্দির

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন