ঈশ্বরগঞ্জে বইমেলা অনুষ্ঠিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো বইমেলা আয়োজিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলা গত ১৬ ফেব্রুয়ারি উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর তরুণ প্রাবন্ধিক রাজীব সরকারের ভ্রমণকাহিনি ‘ইউরোপের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইমেলার দ্বিতীয় দিনে ‘বই-বাহিত সভ্যতা: স্বরূপ ও সংকট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য বুদ্ধিজীবী ও লেখক অধ্যাপক যতীন সরকার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও বাংলা একাডেমির উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান, ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার ও ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যায় কলেজের (বাংলা বিভাগ) সহকারি অধ্যাপক ও কবি সোহরাব পাশা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘বইয়ের মধ্য দিয়েই সভ্যতা বাহিত হয়েছে। আর সভ্যতাকে অগ্রসর হতে হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। তাই বইকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার। সমাপনী ও তৃতীয় দিনে শ্রেষ্ঠ ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়। আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান- নানা আয়োজনে প্রাণবমত্ম ছিলো তিন দিনের বইমেলা। মেলা প্রাঙ্গণে অভূতপূর্ব জনসমাগম ঘটে। দূর দূরামত্ম থেকে সহস্রাধিক শিক্ষার্থী এবং নানা পেশাজীবী প্রতিদিন মেলায় যোগদান করেন এবং পছন্দের বই ক্রয় করেন। ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বসত্মরের জনগণ বইমেলার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS